ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
কুমারখালীতে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত । কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ নভেম্বর) বুধবার বিকেল ৪টায় শালঘর মধুয়া শ্মশান বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি মহোদয়ের উন্নয়ন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো: বারিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: ওহিদুর রহমান জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আখতারুজ্জামান আক্তার সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগুলাট ইউনিয়ন শাখা ও মোঃ আরব আলী ৩ নং ওয়ার্ড মেম্বার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. রিফাত আহমেদ শাওন সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী উপজেলা শাখা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন,বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপির উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপরে আলোচনা করেন। পরবর্তিতে বক্তারা আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কে আবারো এমপি হিসেবে দেখতে চাই এবং এই বাগুলাটের মাটি থেকে নৌকা মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে চাই।
আপনার মতামত লিখুন :