ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মান্নাত, শাহরুখ খানের বাড়ি। মুম্বাইয়ের বেন্দ্রায় না এলে বুঝতাম না, এখনো এই মানুষটাকে এতো মানুষ ভালোবাসে।
বাড়ির নেইমপ্লেটের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে লোকেদের ভিড়, শাহরুখ আছে কী নেই তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই, অন্তত মান্নাত লেখাটার পাশে একটা ছবি তুলতে পারলেই যেনো খুশি।
ছবি তোলার সময় মিলবে হাইয়েস্ট ৫-৭ সেকেন্ড। লাইনে আরো মানুষের অপেক্ষা। চাইলেও বেশি সময় নেওয়ার জো নাই।
সালমান খানের গ্যালাক্সি, অমিতাভ বাচ্চনের জলসা, অজয় দেভগানের শিভশক্তির সামনে দেখিনি একটা লোককেও অপেক্ষা করতে বা বাড়ির নেইমপ্লেটের কাছে গিয়ে ছবি তুলতে।
ভারতবর্ষতো বটেই, শাহরুখের জনপ্রিয়তা পৃথিবী মানচিত্রের সর্বত্র।
আপনার মতামত লিখুন :