ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫
রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন।
মাটি মামুন রংপুর।
রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।আহবায়ক কমিটিতে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহবায়ক, মুহাম্মদ জহির আলম নয়ন কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আতিকুল ইসলাম লেলিনকে সদস্য সচিব করা হয়।গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।রংপুর মহানগর যুবদল এর আহবায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। উল্লেখ্য রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটিতে দায়িত্ব প্রাপ্ত আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন সদ্য বিলুপ্ত রংপুর মহানগর যুবদলের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন,সাংগঠনিক সম্পাদক এবং সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে ছিলেন।
আপনার মতামত লিখুন :