ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত

কামাল প্রধান নরসিংদী: প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অদ্য ২৫/১০/২৩ ইং বুধবার সকাল ১১ ঘটিকা সময় নরসিংদীর,শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেছেন, শিবপুরের সাধারণ মানুষের সেবা করা আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য । এজন্য সব সময়ই মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। মানব কল্যাণে আমার এ প্রচেষ্ঠা সব সময় অব্যাহত ছিল এবং থাকবে। আমি একজন কর্মকর্তা হিসেবে মানুষের কল্যাণে কাজ করার জন্য সব সময় নিজেকে নিয়োজিত রাখি। আমার জন্য দোয়া করিবেন ,আমি যেন আমার পক্ষ থেকে জনসেবা সব সময় অব্যাহত রাখতে পারি। দুলালপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল ভাতা ভোগী ও সুধী জনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জহুরুল হক ভূইয়া মোহন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহসীন নাজির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা। সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল, নরসিংদী জেলা যুবলীগের সদস্য জুনায়েত হক ভূঁইয়া জুনু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান। এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লা,আলোচনা সভা শেষে ভাতাভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।