ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গহিরায় আজিমুশশান জশনে সৈয়্যেদুল মোরসালিন মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯:১২ পূর্বাহ্ণ

গহিরায় আজিমুশশান জশনে সৈয়্যেদুল মোরসালিন মাহফিল অনুষ্ঠিত । পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান জশনে সৈয়্যদুল মুরসালিন (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বাদ আছর থেকে আলাউদ্দিন খোন্দকার ও মোনাফ কাজী বাড়ির মসজিদ মাঠ প্রাঙ্গণে আলাউদ্দিন খোন্দকার বাড়ি ও মোনাফ কাজী বাড়ির যৌথ ব্যবস্তাপনায় ও শায়ের মোহাম্মদ রবিউল হোসাইন এর সঞ্চালনায় ও গহিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা হাযরাতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন (মাঃজিঃআঃ) সভাপতিত্বে এক আজিমুশশান জশনে সৈয়্যেদুল মোরসালিন (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়, এই উপলক্ষে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ ইউনুস রেজভী (মাঃ জিঃ আঃ) প্রধান মুফাচ্ছির, গহিরা এফ,কে,জামেউল উলূম বহুমুখী কামিল( এম,এ) মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা মুহাম্মদ আবুল হাশেম আল-ক্বাদেরী (মাঃজিঃআঃ) পরিচালক, আনঞ্জুমান রিসার্চ সেন্টার, ষোলশহর,চট্টগ্রাম। খতিব,নাওয়াব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদ, চকবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কে.এম. ফখরুদ্দী মোজাম্মেল। সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গহিরা শাখা। এতে আরো বহু উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকে মহিলাদের জন্য বয়ানের ব্যাবস্থা করা হয়েছে। জীবন ও কর্মের ওপর আলোচনা, আকিদা ভিত্তিক মাসেলা বিষয়ক প্রশ্ন উত্তর, মিলাদ এর আলোচনা হয় পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।