খারাপ ছাত্র ছিলাম আমি । খারাপ ছাত্র ছিলাম বলে হেডমাস্টার স্কুল থেকে বের করে দিয়েছিলো।গত ২০১১ সালে, হেডমাস্টার’ কে আমার কাছেই আসতে হলো ২০২২ সালে। হা হা হা…তিনি আমার দিকে তাকিয়ে লজ্জিতই ছিলেন। হয়তো তার লজ্জিত মাখানো মুখে ক্ষমার ভঙ্গি ছিলো।হেড স্যার ওনার ব্যক্তিগত কাজটা করাতে আমি কোনো টাকা নেই নি। যাতে তিনি বুঝেন সেটা অপমানের উত্তর। অবশ্য সেদিন বিদ্যালয় থেকে বের করে না দিলে আজ এই সমাজে আসতেও পারতাম না। আজ এমন এক পর্যায় আছি আমি, সবাইকে আমার কাছে কোনো না কোনো ভাবে আসতে হয়। সবাই তাদের স্বীয় কাজের মাধ্যমে আমাকে টাকাও দিয়ে যায়। সেদিন এক পুলিশ সদস্য এসেছিলো তাকেও টাকা ছাড়া, ছাড়ে নি। প্রথমত টাকা দিতে চায় নি। পরে আমি চাওয়ার থেকে উঠে জোর করে টাকা আদায় করেছি। এখন আমার সেই অধিকার হয়েছে। এখন শিখেছি কিভাবে টাকা আদায় করতে হয়?? সমাজের মান্যগণ্য ব্যক্তিগণ আজ আমাকে নিয়ে চলা ফেরা করেন। আজ আমাকে ভাবতেই ভালো লাগে অথচ যখন টাকার অভাবে এসএসসি পরীক্ষায় হাত পেতেছি এসব নাম করা বড়লোকদের কাছে, কেউ সেদিন সে খালি হাতকে ভরিয়ে দেয় নি (ও) ফিরে তাকায় নি অবধি। অবশ্য তাকালে আজকের পর্যায়ে আসতে পারতাম না। হা হা হা….. প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ তৈরি করা, লালন করা অথচ কেউ করে না। যদি করতো সেদিন টাকার অভাবে আমাকে কাঁদতে হতো না, রাস্তায় দাঁড়াতে হতো না। অবশ্য করলে আজকের পর্যায়ে আসতেও পারতাম না। তাই ধন্যবাদ তাদের পরিবার পরিজন/কে । ভাবতেই ভালো লাগে, টাকা ছিলো না বলে তানিয়া নামের মেয়েটি আমাকে প্রত্যাখান করেছিলো সে তানিয়ার হাজবেন্ডও কথা বলেছিলো আমার সাথে বেশ কয়েক ধরে। হা হা হা…আমার কাছে অন্য রকম ভালো লেগেছিলো। লজ্জায় তানিয়া এখন আমাকে (ও) মনে করেনা। অবশ্য সেদিন টাকার জন্য আমাকে রিজেক্ট না করলে, আজকের পর্যায়ে আমি আসতে পারতাম না। হা হা হা…তবে তার লাঞ্চনায় একটা কথা বুঝেছি, “ভালো ছেলের জন্য মেয়েরা তাদের হাত ধরে না, মেয়েরা হাত ধরে শুধু টাকা/ কে, শুধু টাকা / কে!! যেদিন থেকে বেকার হয়ে ঘুরেছি রাস্তায় একটা কাজের আশায়, সেদিন সবার ধিক্কার পেয়েছি। অবশ্য ধিক্কার না পেলে আজ এই অবধি আসতেও পারতাম না। হা হা হা… আজ আমার যোগ্যতায় এবং পেশায় এসে সবাই সিরিয়াল দেয়, অপেক্ষা করে একবার দরজা খোলার অপেক্ষায়। তাদের ঘাম দেখতে ভীষণ ভালো লাগে আমার। অবশ্য সেদিন তারা আমার ঘাম না ঝড়ালে আজ এই আসনে আমি অধিষ্ঠিত হতাম না। আজ সমাজের এই সকল শ্রেণীর মানুষের থেকে আমি টাকা আদায় করতে পারতাম না। হা হা হা…. এখন সবাই আমাকে সম্মান করে শুধু প্রতিষ্ঠিত হওয়ার কারণে।। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন হালাল উপার্জন করতে পারি, সবার কাছে।।
আপনার মতামত লিখুন :