কাচা বাজারের গায়ে আবারো শুরু হলো সিন্ডিকেট । আজ রোজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের প্রধান পাড়া গ্রামের মরহুম তহিদুল হক এর ছেলে, মোঃ আল মামুন পেশাগত একজন সংবাদ কর্মী হিসেবে কাজ করেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। এমপিও ভুক্ত একটি চাকরি করেন তিনি। ১৪,৫০০ টাকা বেতনে। এদিকে তার পরিবারে লোক সংখ্যা মোট ৮ জন, বড় ভাই সহ পরিবার পরিচালনা করে আসতেছেন। এদিকে সংসারের বাজার ঘাট করতে হয় সংবাদ কর্মী মোঃ আল মামুন/কে সপ্তাহে তিন দিন। বর্তমান সময় টাকার মূল্য কম। সে তুলনায় বর্তমানে পঞ্চগড় কাচা বাজারের পরিস্থিতি দেখে দিশেহারা হয়েছেন হাজারো কৃষক। এসময় ১কেজি আলু কিনতে হয় ৫০ টাকা, ১কেজি সিম ১৪০ টাকা। ১কেজি মুলা ৭০ টাকা, ১কেজি গরুর গোস্ত ৭৫০ টাকা। ১কেজি বয়লার মুরগির গোস্ত ৩২০ টাকা। ১কেজি কাচা মরিছ ৩৫০-টাকা। ১কেজি পেয়াজ ৭০টাকা। ১কেজি আদা ৪০০-টাকা। ১কেজি করলা ৮০টাকা। ১ কেজি ঢেঁড়স ৮০টাকা। ১কেজি চাল সর্বনিম্ন ৫০টাকা, ১কেজি সয়াবিন তেল ১৮০ টাকা। বাজারের দিকটা বাসায় বসে হিসাব মিলিয়ে দেখা যায় যে একটু ভালো মন্দ কিছুই খাওয়া সম্ভব হচ্ছে না, পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আল মামুনের। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আল মামুন, দৃষ্টি আকর্ষণ করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল হক এর কাছে, বর্তমান সময়ে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য।
আপনার মতামত লিখুন :