ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি, মোংলা বন্দরে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত

মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি, মোংলা বন্দরে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত । বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিনত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় হামুন বর্তমানে মোংলা বন্দর থেকে ৫৪০কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দিনভর মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। তবে সন্ধ্যার পরও আকাশ মেঘে ঢাকা রয়েছে। এদিকে উপকূলে হালকা বাতাস বইলে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। এদিকে মোংলা বন্দরে অবস্থানরত ১১টি বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সিগনাল বেড়েছে। ফলে রাত থেকে আগামী বুধবার পর্যন্ত উপকূলে ঝড়-বৃষ্টি বয়ে যাবে।