১। ইউনিটের নামঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানা।
২। বিষয়ঃ চুরি হওয়া ০৮ টি মোবাইল উদ্ধার সহ ০৩ জন আসামী গ্রেপ্তার প্রসঙ্গে।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ ১৮ অক্টোবর, ২০২৩,রাত্রী অনুমান ১০.০০ ঘটিকার পর হইতে ইং/১৯/১০/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.৪০ ঘটিকার পূর্বে যে কোন সময়।
৪। ঘটনাস্থলঃ সাঘাটা থানাধীন ০৯নং কামালের ইউনিয়নের বারকোনা বাজারস্থ আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস দোকান ঘর , বাড়াকোনা, কামালের পাড়া, সাঘাটা।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন ০৯নং কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজারস্থ আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস বাদীর দোকান ঘরের উপরের টিনের চালা কাটিয়া ইং-১৮/১০/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১০.০০ ঘটিকা হইতে পরদিন ইং-১৯/১০/২০২৩ তারিখ রাত্রী বেলা যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা তাহার দোকান ঘরের টিনের চালা কাটিয়া দোকানের ভিতর থাকা বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন যাহার মূল্য সর্ব মোট= ১,৫৭,৪১৯/- টাকা ও নগদ ক্যাশ ৭০,০০০/- টাকা সর্ব মোট=২,২৭,৪১৯/- (দুই লক্ষ সাতাশ হাজার চারশত উনিশ) টাকা চুরি করিয়া নিয়ে যায়।
৬। উদ্ধারঃ ০৮টি বিভিন্ন মডেলের স্মার্ট মোবাইল ফোন। যাহার মূল্য অনুমান ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা।
৮। গ্রেফতারঃ ০১। মো: রাসেল @ পাভেল (২৩) পিতা: মৃত বাবুল্লা সাং- সুজাইতপুর ০২। মো: আ: রহমান (২২) পিতা: মো: মোস্তফা সাং- দক্ষিন আটকরিয়া ০৩। মো: আব্দুল্লাহ আল ইমান (১৯) পিতা: মো: আ: জলিল সাং- গবাড়পাড়া সর্ব থানা: সোনাতলা জেলা: বগুড়া।
৯। গৃহিত ব্যবস্থাঃ-গাইবান্ধা এর সাঘাটা থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২৩ অক্টোবর, ২০২৩; জি আর নং-১২৪, তারিখ- ২৩ অক্টোবর, ২০২৩; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- 380/457 The Penal Code, 1860
১০। মামলার বাদীর নাম ও মোবাইল নম্বরঃ মোঃ আপেল মাহামুদ@পলাশ (৩৪), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-ছিলমানেরপাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা।
১৩। বর্তমান পরিস্থিতিঃ আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রহিয়াছে । চুরি প্রতিরোধে পুলিশি নজরদারী অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :