শ্রী শ্রী কালী মন্দিরে শারদীয়া দুর্গা উৎসব পালিত হচ্ছে । সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রতি নিধি সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ার গাঁও বাজারে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে আলোক সজ্জা সিসি ক্যামেরা রংবে রঙের কাপড় দিয়ে গেট নির্মাণ সহ বিভিন্ন সাজে সজ্জিত, দুর্গাৎসবে মেতে উঠেছে ভক্তরা। শরতের কাশফুল দোলানো ঢাকের তালে শঙ্খের সুরে কাঁসার ঘনটি ঠনঠন শব্দে ধুপের ধোঁয়া, আর ছোট-বড় নারী পুরুষ সম্মিলিত শত ভক্তদের সমাগমে পূজা মন্ডব হয়ে উঠেছে এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী (নান্টু) বলেন,আমাদের সনাতন ধর্মের বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় সব কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম যার যার আনন্দ সবার এই আমাদের কাম্য। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনাদি তালুকদার বলেন, এবারের দুর্গাপূজায় সরকারের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তার জন্য আমরা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করেছি, স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি, পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে আনসার ভি ডি পি মহিলা পুরুষ সহ থানার পুলিশ সদস্যরা, যাতে দুর্গাপূজায় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, করা নিরাপত্তার ব্যবস্থা রয়েছেপ্রস্তাব এবেপারে বাজার সাধারন সম্পাদকসুবির সরকার (পান্ন) বলেন ধর্মাবলম্বীদের যেন কোন রকমের সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও আমাদের নজর দারী রয়েছে। মায়ের আশীর্বাদে সকল অপশক্তিকে দূর করে, দুষ্টের বিনাশ ঘটাতে পারি এবং বাংলাদেশে সকল মানুষের জন্য শান্তি কামনা করছি।
আপনার মতামত লিখুন :