ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি:
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের আটাপাড়া বাজার ও পীরগাছা বাজারে নির্বাচনী লিফলেট বিতরণ, মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির নেতৃত্ব দেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী।সভায় সভাপতিত্ব করেন সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজা মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি ও মশিউর রহমান সুমন, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রব বাসার, সোহানুর রহমান সোহাগ, ইব্রাহিম খলিলুল্লাহ, আহসানুল হক, আনোয়ার হোসেন ও গোলাম রাব্বি, সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী, কাগইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, এবং নশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন।
আরও উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ২নং ওয়ার্ড সহসভাপতি আনিছার রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালেক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদল নেতা ও শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক রাছেল, যুবনেতা উজ্জ্বল ও শাকিল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক দুলাল মোল্লা, এবং ছাত্রনেতা তমাল, লেমন ও রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আল হাবিব সিমান্ত, সদস্য সুমুন, মিনহাজ, রনি, রিপন, নুর, নাজমুল, সেচ্ছাসেবক দলের নেতা ইমরান আকন্দ, এবং রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রনেতা হানিফ রহমান সাফি, রবেন, সোহাগ, নাঈম ও মেহেদুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে যুবদল নেতা মহব্বত আলী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। আমরা তৃণমূল থেকে জনগণকে জাগিয়ে তুলব—যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করা যায়।
আটাপাড়া বাজারে কর্মসূচি শেষে পীরগাছা বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন মহব্বত আলী।
আপনার মতামত লিখুন :