ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

সাঘাটায় সীডস প্রকল্পের সুষম খাদ্য গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

✒প্রতিনিধি,( সাঘাটা) গাইবান্ধা: প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

প্রতিনিধি,( সাঘাটা) গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় সীডস প্রকল্পের আয়োজনে বৈচিত্র্যময় ও সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব বিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সাঘাটার উল্লা ভরতখালী সীডস প্রকল্প অফিসে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কমিউনিটি সার্ভিস প্রোফাইটার ও ফিল্ট ফ্যাসিলিটেটর ৪০ জন নারী পুরুষ অংশগ্রহণ করে। স্ট্রমী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে সীডস প্রকল্পের আয়োজনে কর্মশালায় সুষম খাদ্যের গুরুত্বের উপর আলোচনা করেন প্রজেক্ট কো অডিনেটর সুব্রত কুমার, উপজেলা সমন্বয়কারী লাইজু আক্তার, প্রোগ্রাম অফিসার( এডুকেশন) আক্কাস আলী আকন্দ, ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান রুমেন।