মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় “দুবাই গেস্ট হাউজ” নামে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানে থাকা সদস্যরা তাদের আটক করেন। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, “তাদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী হতে পারেন, যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা জানান, ওই হোটেলে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছিল। রাতের বেলায় অচেনা লোকজনের আসা-যাওয়ায় এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছিল। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এবং এ ধরনের হোটেল ব্যবসার নামে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :