ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
মোঃ শামীম মিয়া স্টাফ রিপোর্টার:
দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায়, বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হামিদুল হকের সঞ্চালনায় ১২ অক্টোবর রবিবার দুপুর ০২ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএস আর এফ) এর সাধারণত সম্পাদক সাংবাদিক উবায়দুল্লাহ বাদল।
মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কমিটির সদস্যদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মাদ্রাসায় পৌঁছলে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির অন্যতম সদস্য
ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মুসা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজিব, সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আপনার আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে আপনাদের সহযোগিতা দরকার। শিক্ষকদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে, আপনাদের যা যা সহযোগিতা করা দরকার আমি করব কিন্ত আপনাদের পাঠদানে আরও মনোযোগী হতে হবে। বিগত ১৭ বছরে সরকার পরিকল্পিতভাবে শিক্ষার মান ধ্বংস করে ফেলেছিল সেখান থেকে বের হয়ে আসতে হবে। তিনি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন। মাদ্রাসার মাঠ বৃদ্ধি করন সহ ছাত্রীদের জন্য ক্যাফেটেরিয়া নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :