ঢাকা শনিবার ১১ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা
সাভার মডেল থানা পুলিশের অভিযানে বিরল প্রজাতির কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর ) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা একটি পুরাতন ওয়ালটন ফ্রিজের কার্টনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানে মূর্তি পাচারের অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন (৬১), পিতা মৃত আবুল হোসেন, সাং—গোয়ালমারী, থানা—দাউদকান্দি, জেলা—কুমিল্লা, বর্তমান ঠিকানা—দারুসসালাম টাওয়ার, মিরপুর-১, ঢাকা-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :