ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই নিঃ) পদে পদোন্নতি পাওয়া সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবপদোন্নত পুলিশ সদস্যের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা।এ সময় পুলিশ সুপার মহোদয়া নবপদোন্নত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কর্মজীবনের নতুন অধ্যায়ে সফলতা কামনা করেন। তিনি বলেন, পদোন্নতি মানে দায়িত্ব আরও বেড়ে যাওয়া। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস রক্ষায় সেবামূলক মনোভাবই হবে প্রতিটি সদস্যের মূল প্রতিজ্ঞা। পুলিশ সুপার আরও বলেন, বর্তমান পুলিশ প্রশাসন একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সকল পুলিশ সদস্যের লক্ষ্য হবে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করে
আপনার মতামত লিখুন :