ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫

ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ

আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ডিবি পরিচয় দিয়ে গ্রামীণফোনের ২জন কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার রসুলপুর এলাকায়।

গ্রামীণফোন আত্রাই উপজেলার ডিস্ট্রিবিউটার আব্দুল ওয়াদুদ খন জানান, তার দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের ন্যায় গত সোমবার মার্কেট থেকে টাকা উত্তোলন করে আত্রাই আসছিল।

রসুলপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে ডিবি পরিচয় দিয়ে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে নেন। পরে তাদের কাছে রক্ষিত মার্কেটিংয়ের ৪ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

এরপর তাদেরকে বিকেল প্রায় ৫টার দিকে বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার তারেক রাতে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. মনসুর রহমান বলেন, ছিনতাইয়ের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে। ছিনতাইকারীদের আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।