ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী

✒  সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান : প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ

 সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে রোববার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান, তানোর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি সরনজাই দাখিল মাদ্রাসার সুপার, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বছর ” শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা ” এর উপর জোর দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। উল্লেখ্য, শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।