ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি:  প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি : দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদীর বন্যা ও ভাঙনে উত্তরাঞ্চলের লাখো মানুষ আজ দিশেহারা। নদীর দুই তীরে কৃষিজমি হারিয়ে মানুষ দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পদযাত্রা ও সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।