মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট: এক মাসে ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন। বর্ষা মৌসুমে ওই রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। দুই ইউনিয়নের সংযোগ স্থল রাস্তাটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষ চলাচল করে। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন। তারা নিজ অর্থায়নে ট্রাকযোগে এনে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করেছেন। রাস্তাটি সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের যুবকেরা। জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাচা ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর। এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ আলী হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে ঐতিহ্যবাহী দুরাকুটি বাজারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানান। এলাকাবাসী হজরত আলী জানান, বন্যার সময় ওই রাস্তাটি দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতে অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।স্কুলছাত্রী রেবেকা খাতুন ও স্কুলছাত্র আব্দুল ওহাব জানান, আমাদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে। পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি। জেলা যুবদলের সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘‘লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিজেরা অর্থ দিয়ে শ্রম দিয়ে গত এক মাসে জেলার ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন।” মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান। চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :