ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ভুরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও কমিটি প্রকাশ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ

বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ভুরুঙ্গামারী উপজেলা শাখার কমিটি প্রকাশ ও বৃক্ষরোপণ । (২২ আগস্ট) শুক্রবার  বিকেল ৩:৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী মাহাবুব ক্লিনিকের পাশের অফিসে আয়োজনের মধ্য দিয়ে চৌদ্দ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জেসমিন খাতুন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সম্মানিত যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ময়দান আলী। আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম আরিফ, সভাপতি – ইয়ুথ প্ল্যাটফর্ম ভুরুঙ্গামারী; বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ কুদ্দুস আলী; মোঃ আশিক – সহ-সভাপতি, প্রেসক্লাব ভুরুঙ্গামারী; মোঃ মনিরুজ্জামান সুজন – সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ভুরুঙ্গামারী উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলো বাদশা আলমগীর বিশিষ্ট ব্যবসায়ী সোনাহাট স্থলবন্দর এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

সংগঠনের চেয়ারম্যান ও রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে সমাজসেবা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই । বর্তমান সমাজের অসহায় মানুষের পাশে দাড়াবো। কুড়িগ্রাম জেলার বন্যা প্রবলিত এলাকার মানুষ অনেক কষ্টে জীবন পরিচালনা করে তাদের সহযোগিতা মধ্যে দিয়ে আমাদের সংগঠন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই সাফল্যের নেপথ্যে যারা কাজ করেছেন, বিশেষ করে কুদ্দুস আলী ভাই এবং স্বেচ্ছাসেবক বেলাল হোসেন ও জেসমিন খাতুন – তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” বক্তব্য শেষে ভূরুঙ্গামারী থানায় বৃক্ষরোপন করা হয়।

উল্লেখ্য, নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা ও দায়িত্ব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ৩ মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান।