ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট নদীতে ডুবে এক শিশু নিহত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ণ

বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ  নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় উপজেলার সোনাহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সোনাহাট ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড আসাম পাড়া   গ্রামের শিপন মিয়ার ছেলে।  পারিবারিক সূত্রে জানা যায় শিশুটি শনিবার সকালে  বাড়ির উঠানে খেলাধুলা করতে ছিল। শিশুর পিতা মাতার কর্মসংস্থান ঢাকায় তাই তারা সেখানে থাকে , বাচ্চাটি দাদীর কাছে থাকে গ্রামে । বাচ্চার দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় রিশাদ  খেলাধুলা করতে বাড়ির বাইরে চলে আসে। এবং বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে রিশাদের পরিবারের সদস্যরা  খুঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী  চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক  রিশাদকে মৃত ঘোষণা  করে।  এ বিষয়ে সোনাহাট  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।