ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

তেঁতুলঝোড়ায় ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নে এ কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, সহ-সভাপতি এডভোকেট মোঃ মেহেদী হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালীকরণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।