ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজ বিকেল ৫টায় নওগাঁয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের জেলার দলীয় কার্যালয়ে নওগাঁ জেলার অধিনে মহাদেবপুর উপজেলায় নজরুল ইসলামকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, রানীনগর উপজেলায় বেদারুল ইসলামকে সভাপতি ও দিলবর রহমানকে সাধারণ সম্পাদক এবং মান্দা উপজেলায় আব্দুল মজিদ কে সভাপতি ও আকরাম হোসেন দুলালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক মোছা: জান্নাতুল ফেরদৌস মুন্নি ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নেয়ামতপুর উপজেলা সভাপতি মোঃ জালাল উদ্দিন সেন্টু ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
এছাড়া রানীনগর উপজেলা সভাপতি বেদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিলবর হোসেন, মান্দা উপজেলা সভাপতি মোঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী দুলালসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, নতুন কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলের ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :