ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বগুড়া গাবতলীতে বেগম খালেদা জিয়া (বি কে জেড) মহিলা কলেজের শুভ উদ্বোধন

✒ আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া): প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া): ০৯ আগস্ট শনিবার বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগছা এলাকায় বেগম খালেদা জিয়া (বি কে জেড) মহিলা কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, দুপচাচিয়ার সরকারি এতেবাড়িয়া কলেজ তালোড়া’র অধ্যক্ষ ফারুক আহমেদ, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, লাহেরীপাড়ার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নাছের আপেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক, রামেশ্বরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ওহাব মন্ডল, কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন তপন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বাদশা, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক নুরুল্লা আকন্দ, বিএনপি নেতা আব্দুল হালিম প্রমুখসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গণ। সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য এই কলেজ প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক পদক্ষেপ। শিক্ষার মাধ্যমে সমাজের অগ্রগতি সম্ভব, তাই আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।” প্রধান অতিথি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর মেয়েদের শিক্ষার প্রসার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বেগম খালেদা জিয়া মহিলা কলেজ নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।