ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রূপসায় অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক এফ এম বুরহানের মা আহত

মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ.স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

রূপসায় অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক এফ এম বুরহানের মা আহত । খুলনা জেলার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা জাতীয় দৈনিক জনপথ নিউজের খুলনা জেলা প্রতিনিধি, প্রেসক্লাব রূপসার সমাজ কল্যাণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এফ এম বুরহান এর মা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোসাবতপুরের বৌ বাজার যাওয়ার পথে নন্দনপুর হরতকি তলার মোড়ে ভ্যানে আরোহণের সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় ভ্যান উল্টে গিয়ে গুরুতর আহত হন, পরে তাকে খুলনা জেনারেল হাসপাতালে গিয়ে জরুরি বিভাগ থেকে চিকিৎসা করানোর হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে এক মাস বেডরেস্টে থাকার কথা বলেন। স্বেচ্ছাসেবক ও সাংবাদিক এফ এম বুরহান জানান, তিনি ব্যক্তিগত কাজের জন্য খুলনা শহরে গিয়েছিলেন পরে তার মায়ের দুর্ঘটনার কথা শুনে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তিনি আরো জানান আম্মুর ডান পায়ের মাংসপেশির গোস্ত উঠে গেছে এবং একটি শিরা ছিঁড়ে গেছে তাতে ৪টি সেলাই লেগেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনা দেখে আমরা দ্রুত তাকে স্থানীয় ঔষধের দোকানে নিয়ে যায় এবং তার ছোট ছেলে বুরহানকে দ্রুত ফোন করে জানাই পরে তিনি তার মাকে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা আরো বলেন, আমাদের এলাকার ছোট এই রাস্তাটি এখন সেনের বাজার থেকে তেরখাদাগামী ইজিবাইক ও সিএনজিতে ভরে গেছে তাই আমাদের এলাকায় দিন দিন দূর্ঘটনা বেড়েয় চলছে আমরা এই রাস্তা থেকে এই সমস্ত যানবহন চলাচল বন্ধ করার জন্য কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি। খুলনার উদিয়মান তরুণ স্বেচ্ছাসেবক ও সাংবাদিক এফ এম বুরহান তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ‌।