আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ব্যস্ত চারমাথা এলাকায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রিপন মিয়া (৩০), তিনি বগুড়া শহরের উত্তর গদারপাড়া এলাকার বাসিন্দা, পিতা আব্দুল মোমিন। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টার পর চারমাথা ফ্লাইওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচে একজন ব্যক্তি পুলিশের পোশাক পরে শুয়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে বগুড়া সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। উপশহর ফাঁড়ির এসআই সোহাগ বলেন,

“চারমাথা এলাকায় ভুয়া পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাকে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা জানান, ভুয়া পুলিশ পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে তারা সচেতন এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে তারা সতর্ক থাকবেন। পুলিশ জানিয়েছে, রিপনের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :