ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
মোঃ রুবেল হোসেন, সাভার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম)এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার(৩০ মে) বিকেলে সাভার ব্যাংক কলোনি মসজিদ মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল ইসলাম বিল্টু ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি আয়োজন করেছে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :