ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

বদলগাছীতে র‍্যাবের মাদক ব্যবসায়ী এনামুল গ্রেফতার

মোঃ বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ) ।। প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর সুমনের ইট ভাটা এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী এনামুলকে ৪০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী এনামুল দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন র‌্যাবের কাছে।

এ ব্যাপারে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে।