ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আম ভর্তি ট্রাক উল্টে ব্যবসায়ির মৃত্যু

✒  আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ

 আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আম ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আম ব্যবসায়ী যশোরের শার্শা উপজেলার কায়বা গ্ৰামের আব্দুল মাজেদ এর ছেলে শহীদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-০৭৭৪) আম ভর্তি করে কালিগঞ্জের মৌতলা বাজারে নিয়ে যাচ্ছিলেন আম ব্যবসায়ি শার্শা থানাধীন কায়বা গ্রামের শহীদুল ইসলাম। রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড় পার হয়ে মেডিকেল কলেজের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বিলের মধ্যে উল্টে যায়। এতে চালক চলে যেতে পারলেও পাশে বসে থাকা ব্যবসায়ি শহীদুল ইসলাম ট্রাকের নীচে চাপা পড়েন। রাত ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহত শহীদুল ইসলামের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।