ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

✒ আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে, নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু’র সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সহকারি নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি শেখ মাহাবুব উল্লাহ, সহ-সভাপতি মাও. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক আল আমিনুর রশিদ, অডিটর মো. আল মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ শাহাজান আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু), মোবাশ্বেরুজ্জামান (টুটুল), মোঃ সামছুর রহমান ও মো. হাফিজুর রহমান। উল্লেখ্য, গত ২২ মে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়। এসময় সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।