ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মির্জাপুরে মোবাইল কোট পরিচালনা করে ফুটপাতে বিভিন্ন দোকান উচ্ছেদ ও জরিমানা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: ২২ মে ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলার ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এবং সন্ধ্যার পর মির্জাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ বি এম আরিফুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিপুল পরিমাণ পুলিশ, সেনা সদস্য, আনসার সদস্য । জানা যায় মির্জাপুর ফুটপাতে ব্যস্ততম সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার করে ৪৫০০০ টাকা অন্য এক ব্যবসায়ীকে ২০০০ টাকা ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালককে ২০০০ টাকা মোট ৪৯০০০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই ওভার ব্রিজের নিচ থেকে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় । এ বি এম আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান জনস্বার্থে সব সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।