মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর পশ্চিম পাড়ায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। বুধবার (১৪ মে) আজ সকাল থেকে বড়ভিটা ইউনিয়নের মেলাবর পশ্চিম পাড়া গ্রামের গোপাল নাথের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। তারা ৪ বছর আগে বিয়ে করেছেন বলে দাবি করেন এক সন্তানের জননী। স্বামী গোপাল নাথ বড়ভিটা ইউনিয়নের মেলাবর পশ্চিম পাড়া গ্রামের প্রাণনাথের ছেলে। ওই এক সন্তানের জননী জানান,আমি তার নিজ কাকাতো ভাইয়ের বউ ছিলাম হঠাৎ করে আগের স্বামী মারা যাওয়ায় আমি খুব ভেঙ্গে পড়ি, তার এক বছর পরে আমাকে ঢাকায় চাকরি নিয়ে দেওয়ার কথা বলে মৃত স্বামীর বাড়ি থেকে নিয়ে চলে আসে। চাকরি সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তার কিছু দিন পরে প্রেমের বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়।২০২১ সালের ডিসেম্বর মাসে মন্দিরে গিয়ে এবং কোঁটের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ঢাকা নগরী এলাকায় ভাড়া বাসায় ঘর সংসার করে আসছিলেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি পারিবারিক ভাবে যানাযানি হলে আমাকে আগের স্বামীর বাড়ি থেকে বের করে দেয়। পরে বর্তমান স্বামী গোপাল নাথ আমাদের বিয়ের বিষয়টি অস্বীকার করেন।তারপর আমি নিরুপায় হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করি এবং মামলা এখনো চলমান রয়েছে।স্বামী গোপাল নাথ আমার সঙ্গে প্রতারণা করেছেন। একই এলাকার বাসিন্দা এক মহিলা জানান,ওই নারীর সাথে গোপাল নাথের সম্পর্ক ছিলো বলে জানি।আজ (১৪ মে) সকাল থেকে বাড়িতে অনশনে বসছেন। আর গ্রামের লোকজনসহ আত্মীয়স্বজন তাকে দেখতে ভিড় করছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানিনা তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :