ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীন প্রজন্মকে নেতৃত্ব দিতে মেম্বারে দাঁড়াতে চান জাকারিয়া খান

✒ রতন আলি স্টাফ রিপোর্টার পাবনা: প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ

রতন আলি স্টাফ রিপোর্টার পাবনা: পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা খানমরিচ ইউনিয়ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুনত্ব নিয়ে নবীন প্রজন্মকে নেতৃত্ব দিতে নবীনযোগ্য ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খান (২৫) জাকারিয়া খান বলেন আমি একজন নবীন আমি কাজ করতে চায় নবীন প্রবীণ দল মত নির্বিশেষে সবাই কে নিয়ে কাঁধে কাঁধ রেখে.. তার ৮ নং ওয়ার্ড কে আধুনিকতা দিয়ে একটা মডেল ওয়ার্ড গড়ার চেষ্টা করবেন.. তার নিজ গ্রাম পূর্ব রামনগর গ্রামবাসীর আশা তারা নতুন দের কে একবার সুযোগ দিতে চায়.. তার ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে একেই কথা সামনের খান মরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি তিনি জনপ্রতিনিধি হতে পারেন তাহলে জাকারিয়া খান ভালো কিছু করে দেখাবে এটাই ৮ নং ওয়ার্ড বাসীর আশা। জাকারিয়া খান বলেন..যদি সাধারণ জনগন তাকে মানুষের সেবা করার সুযোগ দেয় তাহলে সে তার সব টুকু দিয়ে মানুষের সেবাই নিয়োজিত থাকবে তার জন্য সে তার ৮নং ওয়ার্ড সর্ব সাধারণ মানুষের দোয়া পাথী…