ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
সাগর সরকার,স্টাফ রিপোর্টার : পলাশবাড়ী গাইবান্ধা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ খুনের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে পলাশবাড়ীতে কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী সরকারী কলেজ চত্বরে কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজান সরকার এর সভাপতিত্বে সদস্য সচিব মাজেদুল কবির মাজেদ এর সঞ্চলানায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ানা সরকার আরিফ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনোয়ার, কলেজ ছাত্রনেতা মারুফ, রাহেন,মেজবাহ, নুর মোহাম্মদ প্রমুখ। ছাত্র নেতাদের সকলের একটাই দাবি মেধাবী ছাত্রনেতা পারভেজ সহ সকল ছাত্রনেতা খুনের দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
আপনার মতামত লিখুন :