মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ১৭ এপ্রিল ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আয়োজনে “নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, আত্মহত্যা ও চুরি রোধকল্পে” বীরগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন । পুলিশ সুপার বলেন অপরাধ হওয়ার পরে প্রতিাকর করার চেয়ে অপরাধ যেনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সচেতনতা বাড়াতে হবে সকলকে। এই জেলায় মাদক,পরকিয়া,আত্বহত্যার মতো অপরাধ অনেক বেশী এগুলো নিয়ন্ত্রণের জন্য সুশিল সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সাড়ে তিন লক্ষ জনগনের বসবাসরত এই থানায় স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সকল মেসেজ জনগনের নিকট পৌছাঁনো সম্ভব নয়। তাই সকল স্তরের সচেতন মানুষকে সহায়তা করতে হবে। সাংবাদিকদের কে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আমি যতদিনই থাকি এ জেলায় মাদক মুক্ত করেই যাবো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রসমাজ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
আপনার মতামত লিখুন :