ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫
ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ব্যানারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।গত ৩০শে মার্চ,রবিবার দুপুরে জেলার কালিহাতীর নারান্দিয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে চিনি, সেমাই,গুঁড়ো দুধ ও সাবান তুলে দেন শুভ সংঘের সদস্যরা।ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি,হামেদা,লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। তারা সন্তোষ প্রকাশ করে বলেন- পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাব। প্রতি বছর আমাদেরকে উপহার দেওয়ায় সৃষ্টিকর্তার নিকট আপনাদের মঙ্গল কামনা করছি।অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন চাকরিজীবী ও সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব,সোহাগ,হৃদয় এবং অনিক প্রমুখ।উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।
আপনার মতামত লিখুন :