ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
সুলতান স্মরণে মো সোহাগ মোল্যা (মইনুল) নড়াইল আজ গর্বিত
লাল মিঞার কর্মে ২৯ গেলেও হারিয়ে, বেচে আছেতো তাহার কর্মে। পদকে পদকে ১৭ পদক, আছে তাঁহার ঝুলিতে দেশ ছাড়িয়ে বিদেশিদের, চিনিয়াছেতো দেশকে। যতো দিন রহিবে লাল সবুজের আলো রাখিবো সুলতানকে স্মরণে। বাংলার ঐতিহ্য নৌকা বাইচ,বহেতো চিত্রা নদে নড়াইল ছাড়িয়েও দেশান্তরের ভক্ত পাগল আসেতো সুলতান স্মরণে নৌকা বাইচ দেখিতে। স্মরণি মোরা নড়াইল বাসি,মহত্ত্ব গুণে এগিয়ে দেশ মাত্রিকার শ্রেষ্ঠ নড়াইল, জ্ঞানী, গুণির কর্মে।
আপনার মতামত লিখুন :