মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি,২৫) ৩.৩০ মিনিটে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর রোডস্থ বেলের ঘাট মোরে গিয়ে শেষ হয়। স্বাগত এই মিছিলে উপজেলা জামায়াত আমীর আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের পেশাজীবি পরিষদের সভাপতি অধ্যক্ষ বেলাল উদ্দীন, ওলামা পরিষদের সভাপতি আব্দুল মজিদ আকন্দ, পৌর জামায়াত আমীর মাওলানা ইয়াহিয়া সরকার, সেক্রেটারী সাবেক সেনা সদস্য আইনুল হক, সাবেক উপজেলা ভাইস-চেয়ারময়ান ও আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আবু তালেব মাস্টার, পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম, ৪ নং বরিশাল ইউনিয়ন সভাপতি শামীম প্রধান, সাবেক পৌর সেক্রেটারি তাজুল ইসলাম মিলন। র্যালী শেষে বক্তারা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবীসহ দিনের বেলা হোটেল রেস্তোরা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ রাখার পক্ষে বক্তব্য পেশ করেন।
আপনার মতামত লিখুন :