ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ দূর্গাপুজা উপলক্ষে শারদীয় উপহার নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ দূর্গাপুজা উপলক্ষে শারদীয় উপহার নগদ অর্থ বিতরণ
জহর হাসান সাগর নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ , সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১০টি ছিন্নমূল অসহায় পরিবারে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে শারদীয় উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (13 অক্টোবর} সকাল দশটার সময় তালা প্রতিবন্ধী স্কুলে এই অর্থ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সমন্বয়ক অরুন সরকার। তিনি বলেন, নাহিয়ান ওয়েলফেলার ফাউন্ডেশনের সভাপতি জনাবা,শায়লা আজীম তিনি সারাদেশ জুড়ে মানবতার সেবাই কাজ করে চলেছেন,তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।তিনি আরও বলেন আমাদের সন্মানিত চেয়ারম্যানের মূল লক্ষ সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানো।শারদীয় উপহার পেয়ে ১০ টি পরিবার অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন সন্মানিত চেয়ারম্যান শায়লা আজীমের প্রতি। সুবিধাবঞ্চিত পুন্নি রানী বলেন, এর আগে কেউ আমাদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে, কেউ শারদীয় উপহার দেন নি।এটাই প্রথম উপহার পেলাম,তিনি আরও বলেন,এই বার পূজায় পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকতে পারব।পরিশেষ,সমন্বয় অরুন সরকার সকলের নিকট অত্র ফাউন্ডেশনের জন্য দোয়া চেয়েছেন।