ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫
দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে পাইপগান সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। আ দলজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারী (শনিবার) রাত ০৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখানে অপরাধ সংঘটিত হচ্ছে এমন সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ পৌর এলাকার পাম্পু তোলা চুলকানি বিল এলাকা থেকে পুলিশ খোরশেদ আলম (৫৪) ওরফে আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার নিকট থেকে একটি পাইপগান এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ। খোরশেদ আলম বাদে শশারিয়া ডাল বাড়ি এলাকার সামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,যার ১ টি অস্ত্র মামলা, ২ টি ডাকাতি মামলা, ০১ টি মাদক মামলা এবং ১ টি চোরাচালান মামলা সহ ৭ টি মামলা রয়েছে, সর্বশেষ অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাইপগান এবং কার্তুজ সহ খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধের ৬ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :