সিরাজুল ইসলাম , স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে সরকারি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) শিক্ষকদের আয়োজনে সকাল থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮’শ শিক্ষকের অংশগ্রহনে দিন ব্যাপী ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই মিলন মেলায় বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার শাহা, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সুপারেনটেন্ডেন্ট আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমূখ এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনরা শিশুদের পাঠদানের ক্ষেত্রে অধিক যত্নবান ও দায়িত্বশীল হবেন। আপনাদের এ মিলন মেলা তাড়াশ উপজেলায় শিক্ষার মেলবন্ধন গড়ে তুলবে।
আপনার মতামত লিখুন :