ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ (SBDSB) এর উদ্যেগে “ উষ্ণতার ছোয়া ২০২৪” প্রকল্পে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ

এম টি আই আহাদ মাহমুদঃ “হারবে শীত জিতবে মানবতা ছড়িয়ে দেবো নির্মোহ উষ্ণতা”এই স্লোগান কে সামনে রেখে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ (SBDSB) এর উদ্যেগে “ উষ্ণতার ছোয়া ২০২৪” প্রকল্পের আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ (SBDSB) বাংলাদেশের একটি বহুল আলোচিত অপরিচিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের বিভিন্ন কার্যক্রম দেশের তরুণ ও যুব সমাজ কে মানবিক কাজে অংশ নিতে উদ্বুদ্ধ করে। জানা যায় এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম মানবিক কাজে দৃষ্টান্ত ভূমিকা রাখেন। বিনামূলে রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করে থাকেন এই সংগঠনটি। তবে এবার ভিন্ন ধারায় উষ্ণতার ছোঁয়া ২০২৪ নামক একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তারা তারাই ধারাবাহিকতায় ঢাকা উত্তরা এয়ারপোর্ট ও পার্শ্ববর্তী এলাকার অসহায় দুঃস্থ গরিব পথচারী ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তারা।এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন-সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম,এডমিন প্যানেলের সদস্য রেজাউল ইসলাম,আবু সুফিয়ান, মো:মামুনুল হক মামুন, তামিম আহমেদ, শিপন আহমেদ, রায়হান খান, সাব্বির রহমান, রাকিব খান, আবীর খান, সহ সিনিয়র সেচ্ছাসেবীগণ সহ অনেকেই।এছাড়াও এই মহতী কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং আরো আহ্বান জানিয়েছেন অত্র সংগঠনের সভাপতি সম্পাদক ও কার্যকরী সদস্যবৃন্দ। তারা বলেন আসুন আমরা দেশের শীতকালীন সময়টাতে প্রত্যেকের জায়গা থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে দাড়াই।এ কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অত্র সংগঠনের সফলতা কামনা করেছেন স্থানীয় জনগণ সতর্কমহল ও ঢাকা উত্তরা ও পার্শ্ববর্তী এলাকার গরিব,অসহায়, দুস্থ ও পথচারীরা এই এই কম্বল পেয়ে অনেকটাই উপকৃত হয়েছেন তারা বলেও জানান তারা।সর্বোপরি এম টি আই টেলিভিশন ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকা কতৃপক্ষ এই মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন।