ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষনা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

মোহাম্মদ নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ রোজ রবিবার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষনা করা হয়। গাজী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার বি.কম এর সভাপতিত্বে বেলা ১:৩০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছানোয়ার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উল্লাপাড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। অনুষ্ঠানের শুরুতেই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ রাশিদুল ইসলাম পবিত্র কুরআন তেলওয়াত করে এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মোহনা খাতুন জীম এর গঠন মূলক বক্তব্যে উপস্থিত সবাই বিমোহিত হয়ে যায়। এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শামিমা নাসরিন, সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা সহ সকল শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ছানোয়ার হোসেন এবং অনুষ্ঠানের সভাপতি জনাব গাজী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার বি.কম সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্য অনেক জ্ঞান গর্ব মূলক কথা বলেন। ফলাফল ঘোষনার সঙ্গে সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার, উপস্থিতি পুরষ্কার, সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি ভোগ করা শিক্ষককে পুরষ্কার দেওয়া হয়। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠে।