ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ক্রাইম তালাশ ভূয়া ফেসবুক নিউজ র্পোটাল খুলে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক কে এই লুৎফর রহমান লিটন

এসএম রুবেল ,ক্রাইম রিপোর্টার: প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ

ক্রাইম তালাশ ভূয়া ফেসবুক নিউজ র্পোটাল খুলে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক কে এই লুৎফর রহমান লিটন
সাম্প্রতি জড়িয়ে পড়েছে কিছু হলুদ সাংবাদিক চাঁদাবাজী করছে দেশে ফেসবুক পেজে নিউজ র্পোটাল খুলে বেশ কিছু হলুদ সাংবাদিক চাঁদাবাজী কোনভাবেই থামছে না সাংবাদিক দেশ ও জাতীর বিবেক রাষ্ট্রের চর্তুথ স্তাম্ব। বর্তমান সারাদেশে বেশকিছু হলুদ সাংবাদিক তার পরিচয় দিয়ে সাধারণত মানুষের কাছে ব্ল্যাকমেল চাঁদাবাজী করছে।এছাড়াও অহরহ ব্যক্তি ফেসবুক পেইজ নিউজ র্পোটাল খুলে সাংবাদিকের কাছে নিজেকে সম্পাদক বলে পরিচয় দিয়ে চাঁদাবাজী করছে। দেশে এমন অনেক নিউজ র্পোটাল রয়েছে প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে ও সংবাদ প্রকাশের নামে চাঁদাবাজি করছে।অনুসন্ধানে উঠে এসেছে সারাদেশে চাঁদাবাজি করছে ক্রাইম তালাশ নামে একটি ফেসবুক পেজ নিউজ র্পোটাল।অনুসন্ধানে জানাগেছে-ক্রাইম তালাশ নামের ফেসবুক পেজ নিউজ র্পোটাল দেশের বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া নামে তার র্পোটালের সম্পাদক দীর্ঘদিন ধরে দাবি করে চালিয়ে যাচ্ছে,প্রতারণার অন্যতম ফাঁদ পেতেছে কথিত লুৎফর রহমান লিটন।অনুসন্ধানে জানা গেছে ক্রাইম তালাশ ফেসবুক পেজ খুজে নিজেকে বড় মাপের সম্পাদক দাবি করে আসছে,করে যাচ্ছে একের পর এক প্রতারণা সূত্র থেকে আরো বেরিয়ে আসছে এ যেন ভারতের অরজিনালি ক্রাইম তালাশ,ক্রাইম পেট্রোল ভেবেই অনেকেই তার ফাঁদে।ভিডিও প্রতিবেদন করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে এ যেন বিকাশ প্রতারক ছাড়িয়ে। অভিযোগ সুত্র ও অনুসন্ধানে জানা যায় যে লুৎফর রহমান লিটন বিভিন্ন সময়ে তার জেলা ও উপজেলা প্রতিনিধি পরিবর্তন করে অন্য সাংবাদিকের কাছে বেশি টাকা নিয়ে তাঁকে প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য বলেছে।এছাড়াও নিউজের সত্যতা নিশ্চিত না করে টাকার বিনিময়ে অনেক সংবাদ তুলে ধরছে একের পর এক। একটি বিশ্বাস সুত্রে জানাগেছে-নিউজ পোর্টাল খোলার পর লুৎফর রহমান লিটনের ভাগ্যের পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে গাড়ি ও বাড়ির পরিবর্তনের পাশাপাশি নিজেকে পরিবর্তন করেছে তার চলাফেরায় ও অমুল পরিবর্তন এসেছে।লুৎফর রহমান লিটনের বিকাশ লেনদেনের সুত্র ধরে জানাগেছে,তার লেনদেনের বেশির ভাগ নাম্বার গুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সাংবাদিকের রয়েছে। বড় লেনদেন হলে নিজের বিকাশেই আটকে ধরার চেষ্টা করে। সরকারি ঘোষণা মতে কোন প্রকার ডি এফ টি”তালিকা ভুক্ত ছাড়া বাকি গুলো অবৈধভাবে গণ্য করা হয়েছে,সরকারের অনুমতিহীন ক্রাইম তালাস পোর্টালের মত সারাদেশে অসংখ্য নিউজ পোর্টাল আইপি টিভি চ্যানেল খুলে হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজির মত জঘন্য প্রতিনিয়ত ঘটেই চলছে।পাশাপাশি এসব নিউজ পোর্টাল আইপি টিভি চ্যানেল সাধারণ মানুষের ও সরকারের কোনো ধরনের কাজে না আসলেও সরকার এসব নিউজ পোর্টাল আইপি টিভি চ্যানেল বিরুদ্ধে কোনো প্রকার ব্যাবস্তা গ্রহণ না করায় দিনদিন হলুদ সাংবাদিকতা ও নিরব চাঁদাবাজী বেড়েই চলেছে।একটি সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকের দায়িত্ব কতটুকু ও কি কি জানা না থাকা সত্ত্বেও রাতারাতি সম্পাদক ও সাংবাদিক হয়ে একটি মহান পেশাকে তারা দেশ ও জাতির কাছে জঘন্য পেশায় পরিণত করছে।সচেতন মহলের দাবি অবিলম্বে ক্রাইম তালাস পোর্টালের মত সারাদেশের অসংখ্য নিউজ পোর্টাল আইপি টিভি চ্যানেলের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহণ করে সরকারের অনুমতিপ্রাপ্ত ও প্রকৃত সাংবাদিকদের কে দেশ ও জাতির সঠিক সংবাদ সত্য ভাবে তুলে ধরে দায়িত্ব পালনে ভুমিকা রাখতে সহযোগিতা করে একটি সুন্দর দেশ ও জাতি গঠনের সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।।