ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

তাড়াশে মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

✒ মোঃ সিরাজুল ইসলাম ,স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ

মোঃ সিরাজুল ইসলাম ,স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের আইসিটি মিলনায়তনে পরিচিতি ও সংবর্ধনা দেয়া হয়। অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রখেন, কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি অধ্যাপক ডঃ গোলাম আযম। অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, উপাধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক সাব্বির আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রায়হান আলী, প্রভাষক মহব্বত আলী মুক্তা। আরও উপস্থিত ছিলেন কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও তাড়াশ গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রায়হান আলী, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করায় অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও ছাত্রীদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. গোলাম আজমকে ফুলেল সংবর্ধনা দেন। এ সময় দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা ও বিদ্যোৎসাহী সদস্য প্রবীণ প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকেও ফুলেল সংবর্ধনা দেয়া হয়।