মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি: আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর -২০২৪ ( মঙ্গলবার ) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ উপজেলার প্রতিনিধিগন। এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সভায় বলেন, সরকারের দিকনির্দেশনা মোতাবেক বিজয় মেলা খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান নাটিকা সহ এবারের আযোজন থাকবে বিগত দিনের চেয়ে চমকপ্রদ। তিনি সকলের সক্রিয় অংশগ্রহন ও সার্বিক সহযোগীতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :