সাদুল্লাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুরস্থ গ্রাম উন্নয়ন দুস্থ সেবা কেন্দ্র (গুডসেক) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সভায় উপস্থিত ব্যক্তিদের কণ্ঠভোটে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বড় জামালপুর সিনিয়র মাদরাসার শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ সোলাইমান মন্ডল। স্থানীয় ব্যক্তি আব্দুস ছালাম সরকারের আহবানে ও আমিনুল্লাহ্ আমিনের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, মোস্তাফা রহমান, শফিউজ্জামান সুমন, মাহিদুল ইসলাম মিঠু, আনোয়ার হোসেন রাখু, সাইদুর রহমান নয়ন, ইসমাইল হোসেন, সৈয়দ মেসবাহুল ইসলাম রাশেদ, এম.এম সামছুজ্জামান একরাম, আবু রায়হান মন্ডল, মোতালেব ফকিরসহ আরও অনেকে। আলোচনা শেষে গুডসেকের গঠনতন্ত্রের বিধি মোতাবেক (২০১৮ সংশোধনী গঠনতন্ত্র) সভায় উপস্থিত ব্যক্তিদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আগামী ৩ বছর মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে মামুন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার, কোষাধ্যক্ষ জান্নাতি আক্তার আলতা, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, সোলাইমান মন্ডল, রোমান চৌধুরী, ফজলু মিয়া, লিপন মন্ডল, রুজি বেগমকে প্রাথমিকভাবে মনোনিত করা হয়। এর আগে গ্রাম উন্নয়ন দুস্থ সেবা কেন্দ্রর প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম এমএ কাইয়ুম মন্ডল ও তার সহধর্মীনী জরিনা বেগম স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর এমএ কাইয়ুম মন্ডলের লিখে যাওয়া একটি পত্র সবাইকে পাঠ করে শুনানো হয়। এ বিষয়ে গুডসেকের নবনির্বাচিত সভাপতি মামুন মন্ডল বলেন, ইতোপুর্বে কমিটি গঠন নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি সমন্বয় করে গঠনতন্ত্রের বিধি মোতাবেক কন্ঠভোটে এই কমিটি উপহার দিয়েছেন। আশা করি আগামীতে এ প্রতিষ্ঠানটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :