মোঃ উজ্জল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবীতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো রেলগেটে এসে সমাবেশে মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী ও সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ। সমাবেশ বক্তারা বলেন, অন্তর্বতী সরকার দুই মাসের বেশি সময় ক্ষমতাসীন হলেও আজ পর্যন্ত রাষ্ট্রের সংস্কারসহ কোনো কাজে হাত দিতে পারেনি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে ফেলার কার্যকর উদ্যোগ নেই। বক্তারা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। ফলে পিটিয়ে মানুষ হত্যাসহ চুরি-ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। জেটের নেতারা রেশনিং ব্যবস্থা ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে রোডম্যাপ ঘোষণারা দাবী জানান।
আপনার মতামত লিখুন :