ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় বাংলাদেশ খেলাফত মসজিদের কর্মী সমাবেশ

✒ মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে গাইবান্ধায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় শহরের গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি একেএম গোলাম আযমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের জোন পরিচালক সিরাজুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর মহানগর সভাপতি তৌহিদুর রহমান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহতামিম হযরত মাও. আনোয়ার হোসাইন, হাফেজ মাও. মুফতি হারুন-অর-রশিদ, মুফতি আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক জহরুল হক, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ, খুরদী ও মিজানুর রহমান প্রমুখ। সমাবেশটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও. শাহজালাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত, হামদ-নাত পরিবেশন, দারসে কোরআন পেশ করা হয়।